মুক্ত পেশাজীবীদের জন্য তৈরি হচ্ছে ‘মেন্টরশিপ স্কুল’, দেয়া হবে ট্রেড লাইসেন্স
বক্তব্যে পেপালকে বাংলাদেশে আনার ক্ষেত্রে সরকারের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসগুলোর সহায়তা কামনা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আমাদের যখন ইন্টার অপারেবল ট্রান্জেকশন প্লাটফর্ম হয়ে যাচ্ছে; আশাকরছি ২১ সালের মধ্যেই ইন্ট্রুডিউস করতে পারবো, এমনকি ক্রেডিট রেটিং ও প্রোফাইলিং কিন্তু করতে পারবো। তাই অনলাইন মার্কেটপ্লেসগুলোর কাছ থেকেও যদি পেপ্যাল-কে অ্যাপ্রোচ করতে পারি তাহলে আমার মনে হয় ভালো হয়। এই জায়গাগুলোতে আমি আপনাদের সহযোগিতা ও পরামর্শ চাই। পেপ্যালকে বাংলাদেশের ওয়ালেটে আনার জন্য ইন-বাউন্ড আউটবাউন্ড আমাকে কী কী করা লাগবে, সেটা আমাকে বললে আমি আরো ভালো ভাবে করতে পারি। বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ওয়াহিদ শরীফ, আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এবং জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ৭ম শ্রেণীতে থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করা জায়েদ কর্পের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী আব্দুল্লাহ জায়েদ। উপস্থাপনায় তিনি বাংলাদেশের ক্যাটাগরি ভিত্তিক সফল আউটসোর্সিং উদ্যোগগুলোর আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। এতে একক উদ্যোক্তা থেকে প্রতিষ্ঠান গড়ে তোলার গল্প উপস্থাপন করেন আইডিয়াল কম্পিউটার অ্যান্ড আইটি প্রেজেক্টের প্রতিষ্ঠাতা শরিফ মোহাম্মাদ শাহজাহান, ইমরাজিনা টেকনোলজিস সহ-প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম, এরিয়া ৭১ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আহসান হাবিব, ভাইসার এক্স লিমিটেডের প্রধান নির্বাহী ফাইসাল মুস্তাফা এবং দ্য সফট কিং লিমিটেডের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রিফায়েত রিফাত। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাক্কো পরিচালক রাশেদ নোমান।







